Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

১। সকল প্রকার শুমারী পরিচালনা করাঃ

    ক) আদমশুমারী- প্রতি দশ বছর অমত্মর আদম শুমারী অনুষ্ঠিত হয়। লোক সংখ্যা,বয়স,লিঙ্গ,শিক্ষার হার,পেশা ইত্যাদি তথ্য সংগ্রহ করাই ইহার উদ্দেশ্য।

খ)কৃষি শুমারী - প্রতি দশ বছর অমত্মর কৃষি শুমারী অনুষ্ঠিত হয়।মোট জমি ,আবাদি জমি,অনাবাদি জমি,নিট  ফসলি জমি,

সেচের অধীন জমি,গরম্ন,মহিষ,ছাগল,ভেড়া,হাঁস,মুরগীর সংখ্যা ইত্যাদি তথ্য সংগ্রহ করাই ইহার উদ্দেশ্য।

গ)অর্থনৈতিক শুমারী - প্রতি দশ বছর অমত্মর অথনৈতিক শুমারী অনুষ্ঠিত হয়।অর্থনৈতিক কর্মকান্ড,অর্থনৈতিক কান্ডে নিয়োজিত লোকের সংখ্যা,কুটির শিল্পের সংখ্যা ইত্যাদি তথ্য সংগ্রহ করাই ইহার উদ্দেশ্য।

২।কৃষি সংক্রামত্ম যাবতীয় তথ্য (স্থায়ী ও অস্থায়ী ফসল) সংগ্রহ পূর্বক হেড অফিসে প্রেরণ করা হয়।

   (৬টি প্রধান ফসল ও ১০৫টি অপ্রধান ফসল )।

৩।প্রধান প্রধান ফসল ধান,পাট,গম,আলু ইত্যাদিও মোট আয়তন এবং ফসল কর্তন পুর্বক মোট উৎপাদন নিরম্নপন করা।

৪।দাগগুচ্ছ হইতে বিভিন্ন উপাত্ত সংগ্রহ করা।(২৫টি দাগগুচ্ছ)।

৫।মনিটরিং দি সিচুয়েশন অফ ভাইটাল ষ্ট্যাটিসটিকস অফ বাংলাদেশ (এমএসভিএস)এর আওতায় জন্ম,মৃত্যু, বিবাহ,তালাক,আগমন,বর্হিগমন,জন্ম-নিয়ন্ত্রণ,প্রতিবন্ধী,মাতৃমৃত্যু,মাতৃস্বাস্থ্য,জনস্বাস্থ্য,শিশু মৃত্যু এবং জনসংখ্যা বৃদ্ধি হার সংক্রামত্ম পরিসংখ্যান সংগ্রহ করা।

৬।খানার আয়-ব্যয় জরিপের মাধ্যমে পরিবার সমূহের অর্থনৈতিক অবস্থা,দারিদ্রতা ইত্যাদির পরিমাপ করা।

৭।এম আই সি এস জরিপের মাধ্যমে শিশু মৃত্যু ,বিবাহ ,বিশুদ্ধ পানি ও পয়ঃনিস্কাশন,শিক্ষা,স্বাস্থ্য পরিবার পরিকল্পনা,পুষ্টি ইত্যাদি পরিসংখ্যান সংগ্রহ করা।

৮।উপজেলা পৌরসভা ও সকল ইউনিয়ন পরিষদের বাজেট সংগ্রহ করা।

৯।প্রাকৃতিক দূর্যোগের কারণ উপজেলার বিভিন্ন ফসল ও সম্পদের ÿয়-ÿতির হিসাব নিরম্নপন।

১০।প্রধান প্রধান ফসলের (আউশ,আমন,বোরো,গম,পাট,আলু ও ভূট্টা)ফসলের আয়তন অগ্রিম পূর্বাভাস রির্পোট প্রদান করা।

১১।শিশুপুষ্ঠি এবং শিশুদের অবস্থা সম্পর্কিত তথ্য সংগ্রহ সংকলন ও প্রকাশ।

১২।দেশের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সম্বলিত মাসিক পরিসংখ্যান বুলেটিন,বার্ষিক পরিসংখ্যান পকেট বুক ও বর্ষগ্রন্থ প্রকাশ।

১৩।প্রতি দশ বছর অমত্মর আদম শুমারী ,কৃষি শুমারি ,এবং অর্থনৈতিক শুমারি পরিচালনা ও প্রতিবেদন প্রকাশ।

১৪।মোট দেশজ উৎপাদন এবং প্রবৃদ্ধির হারসহ অন্যান্য সামাজিক অথর্নৈতিক নির্দেশক যথা- সঞ্চয় বিনিয়োগ,ভোগ

মাথা পিছু আয় ইত্যাদি নিরম্নপন ও প্রকাশ।

১৬।বৈদেশিক বানিজ্য পরিসংখ্যান প্রসত্মুত ও প্রকাশ।

১৭।বিভিন্ন  ফসলের উৎপাদন ও ফসলাধীন জমির পরিমান এবং ভূমি ব্যবহার সংক্রামত্ম পরিসংখ্যান প্রস্ত্তত ও প্রকাশ।

১৮।সদর উপজেলার ২টি বাজার হইতে বাজার দর সংগ্রহ করে সদর দপ্তরে প্রেরন।

১৯।আইসিপি (ফুড আইটেম ও নন ফুড আইটেম) এর বাজার দর পলস্নী এলাকার একটি বাজার হইতে সংগ্রহ করিয়া সদর দপ্তরে প্রেরন।