Wellcome to National Portal
Main Comtent Skiped

At a Glance

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)

১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের পর বাংলাদেশে সঠিক পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতি পর্যবেক্ষণে পরিসংখ্যানের গুরুত্ব উপলব্ধি করে ১৯৭৪ সালের আগস্ট মাসে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা ৪টি পরিসংখ্যান অফিস (পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ব্যুরো, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি পরিসংখ্যান ব্যুরো ও কৃষি শুমারি কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আদমশুমারি কমিশন)-কে একীভূত করে সৃষ্টি করা হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এটি দেশের জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে কাজ করছে। সেই ধারাবাহিকতায় ২০১৩ সালের ০১ জুলাই জেলা পরিসংখ্যান কার্যালয়, রাজবাড়ী এর যাত্রা শুরু হয়।

বিবিএস এর লক্ষ্যঃ

জাতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা লাভ।

বিবিএস-এর উদ্দেশ্যঃ

সঠিক ও মানসম্মত এবং সময়োপযোগী পরিসংখ্যান সরবরাহ;

নীতি নির্ধারক, পরিকল্পনাবিদ, গবেষক ও সিদ্ধান্ত গ্রহণকারীদের চাহিদামাফিক উপাত্ত পরিবেশন;

প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি;

পেশাদারিত্ব প্রতিষ্ঠা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কার্যাবলিঃ

 

ক) সঠিক, নির্ভুল ও সময়োপযোগী পরিসংখ্যান প্রণয়নের জন্য দেশের আর্থসামাজিক বিভিন্ন ক্ষেত্রে জনশুমারি, কৃষি শুমারি, মৎস্য ও প্রাণিসম্পদ শুমারি, অর্থনৈতিক শুমারিসহ অন্যান্য শুমারি ও জরিপের লক্ষ্যে যাবতীয় কর্যক্রম গ্রহণ।


খ) প্রতিমাসের ১১ থেকে ১৯ তারিখের মধ্যে মূল্য ও মজুরি সূচক (দরছক) CPI (Consumer Price Index) এর জন্য তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়।


গ) প্রতিমাসের ২০ থেকে ২৮ তারিখের মধ্যে Quantum Index of Industrial Production (QIIP) এবং Producer Price Index (PPI) এর জন্য তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়।


ঘ) ‍“Sample Vital Registration System (SVRS) in Digital Platform” শীর্ষক প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার নির্ধারিত ১১টি পিএসইউ হতে জনমিতিক তথ্য (জন্ম, মৃত্যু, বিবাহ, তালাক, আগমন ও বহিঃগমন) প্রতি মাসের ১-১০ তারিখের মধ্যে সংগ্রহ করা হয়।


ঙ) মাসের নির্দিষ্ট সময়ের মধ্যে রাজবাড়ী জেলার প্রধান ও অপ্রধান ফসলের চলমান হিসাব প্রস্তুত করে সদর দপ্তরে প্রেরণ করা হয়।


রাজবাড়ী জেলার জনমিতিক সূচক ২০২২

জেলার মোট জনসংখ্যা

১১,৮৯,৮১৮

লিঙ্গভিত্তিক জনসংখ্যা

পুরুষ

৫,৮২,১২৩

মহিলা

৬,০৭,৬২০

হিজড়া

৭৫

লিঙ্গানুপাত (পুরুষ/মহিলা×১০০)

৯৫.৮০%

নির্ভরতার হার

৫৪.৫২%

শিশু-নারীর অনুপাত

২৯২.৬৭

খানার সংখ্যা

২,৯৫,২১৬

জনসংখ্যান ঘনত্ব

১০৮৯

তথ্যসূত্র: জনশুমারি ও গৃহগণনা ২০২২